× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুর কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক

সাইফুল ইসলাম বাবু ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

২২ জুলাই ২০২৫, ২০:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় গরু-মহিষ ও অন্যান্য চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, মঙ্গলবার (২২শে জুলাই)  গোপন সংবাদের ভিত্তিতে  ভোরে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপি’র আওতাধীন এলাকায় একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১২টি ভারতীয় মহিষ ও ১৫টি গরু আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা সমপরিমাণ ।

দিনের অপর এক অভিযানে, সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপি’র আরেকটি টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু, ৬,৫০০ পিস সুপারি ও ২৫০ কেজি চিনি আটক করে। এসব পণ্যের বাজার মূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা সমপরিমাণ ।

এদিকে উভয় অভিযানে বিজিবি কর্তৃক আটককৃত মালামালের মোট মূল্য ৩৬ লক্ষ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.