ছবি: সংগৃহীত
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায়, আজ সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালের তথ্য অনুযায়ী ভর্তি হয়ে চিকিৎসায় আছেন ৬৮ জন এবং নিহত হয়েছে ২৯ জন।
দগ্ধদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, যেখানে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে মারা গেছেন ১১ জন।
সিএমএইচ-এ চিকিৎসা নিচ্ছেন ২১ জন, এর মধ্যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভার্নমেন্ট হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে আহত হয়ে ভর্তি হয়েছেন, তবে সেখান থেকে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল, এবং ইউনাইটেড হাসপাতালে একজন করে মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
লুবানা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যুর খবর থাকলেও, তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
মন্তব্য:
কিছু ক্ষেত্রে,মাইলস্টোন ট্রাজেডিতে একজন শিক্ষার্থী অজ্ঞাত থাকার প্রধান কারণ নিহতদের শরীরের অংশবিশেষ এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে, তাদের পরিচয় শনাক্ত করতে সমস্যা দেখা দেয়। এই কারণে, কিছু মরদেহ "অজ্ঞাত" হিসেবে চিহ্নিত থেকে যায় এবং পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের কোর্চি চলছিল বলে জানা গেছে।
জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি, ওয়ান, টু, থ্রি— এসব শ্রেণির ক্লাস হয়। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে। ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল বলে জানা যাচ্ছে।
এছাড়া স্কুল শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। স্কুল ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এরকম সময়ে এই দুর্ঘটনাটা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh