× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি

বৃত্তি পরীক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করায় আন্দোলনের ডাক

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২৩ জুলাই ২০২৫, ২০:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে মানববন্ধন সমাবেশ, প্রধান উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্বারকলিপি কর্মসূচি পালন করবে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। এরপরেও দারি আদায় না হলে ২৫ জুলাইয়ের পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে রংপুর নগরীর লালকুঠি মোড়ে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আলী।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্ট সরকারের দোসররা চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করতে গত ১৭ জুলাই একটি পরিপত্র জারি করিয়েছে। এতে করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।

তিনি বলেন, বৃত্তির সুযোগ না পেলে শিশুরা আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা থেকে বঞ্চিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ পরিপত্রকে প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচির পালন করবে সারা দেশের শিক্ষক ও অভিভাববকরা। অবিলম্বে দাবি মানা না হলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মোঃ আবু তালেব, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, শিক্ষা সচিব খায়রুল আলম, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.