রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানটির সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সব ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কলেজ শাখার গণিত বিষয়ের প্রভাষক সাইফুল ইসলাম।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই শিক্ষক জানান, আগামীকাল পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার ক্লাস শুরু হতে পারে।
নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, নিহতের সংখ্যা বেশি হবে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমরা সঠিক সংখ্যা জানার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। খুব শিগগিরই আহত ও নিহতের সঠিক তথ্য জানা যাবে। অভিযোগের জন্য একটি ডেস্ক খোলা হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত কেউ অভিযোগ জমা দিয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।
এদিকে হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও দুই শিক্ষার্থী রয়েছেন।