× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষন, মামলায় যুবক গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন

২৩ জুলাই ২০২৫, ২৩:৩১ পিএম । আপডেটঃ ২৩ জুলাই ২০২৫, ২৩:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন(১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। মামলার  পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।

অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।

এই বিষয়ে ভুক্তভোগী মেয়ের পিতা সুমন মিয়া জীবননগর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করলে মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সুমন মিয়া জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার কন্যা ১৬  বছর বয়সী একজন এসএসসি পরিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ হোসেন প্রায়ই তার মেয়েকে নানান কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এরপর গত ১৫ জুলাই বিকালে জীবননগর বাজার থেকে তার মেয়ে বাড়িতে ফিরছিলো। বাড়ি ফেরার পথে আসামী সাজ্জাদ তার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে তার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।পরে মেয়ের পিতা চাপ সৃষ্টি করলে ছেলের পরিবারের লোকজন ছেলেকে ও মেয়েকে জীবননগর নারায়ণপুর গ্রামে জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে আসলে সেখানেও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে । 

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,  ভুক্তভোগী মেয়ের পিতা গতকাল থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করলে আমরা অভিযুক্ত আসামি সাজ্জাদ কে গ্রেফতার করি  । এছাড়াও আসামী ও ভুক্তভোগী মেয়েকে ডাক্তারি পরিক্ষা সম্পন্নের জন্য  বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.