চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকাউল্লাহর ইটভাটার পাশ থেকে এই পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪শে জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সীমান্ত পিলার ৬৪/৪-এস হতে ৩ কি.মি. বাংলােদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল।
-6881de6a21fc0.jpg)
এসময় জাকাউল্লাহর ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।