কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়।
এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক রকি আহমেদ,সমন্বয়ক আব্দুল হালিম আকাশ সহ গণমাধ্যমকর্মী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন,সংস্থার নেতৃবৃন্দ।