× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় হাইওয়ে পুলিশ সদস্য আহত

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

২৬ জুলাই ২০২৫, ১৪:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে বেপরোয়া গতির ডিআই পিকআপ এর ধাক্কায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম তোফায়েল আহমেদ (৩৭)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত মোল্লাপাড়া গ্রামের আবু বক্করের পুত্র। আহত তোফায়েল তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ পিকআপ চালক হিসেবে কর্মরত রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে জুলাই) তিনি জৈন্তাপুর সদরে নিজ বাসা থেকে তামাবিল হাইওয়ে থানায় রাত্রিকালীন ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আনুমানিক ১০:১০ মিনিটে তামাবিল মহাসড়কের ফেরিঘাট উত্তরপাড়ে পৌঁছামাত্র পিছন দিক দিয়ে আসা বেপোরয়া গতির একটি ডিআই পিকআপ ( রেজি নং - ১৫-৪৮৪২) তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ডিআই পিকআপটির নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ স্হানীয়দের সহযোগীতায় আহত পুলিশ সদস্য তোফায়েল আহমেদকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্ম

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.