× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা

অভ্যুত্থানের পর নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে নিয়ে যাবার: নাহিদ ইসলাম

মো: আব্দুলকাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

২৬ জুলাই ২০২৫, ১৬:১৫ পিএম । আপডেটঃ ২৬ জুলাই ২০২৫, ১৭:২৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো আইনে,পুরনো সিস্টেমে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেবোনা।

কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে এগিয়ে নিয়ে যাবার। আমরা বলেছি জুলাই অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম,আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে। আমরা আর এই বাংলাদেশকে পুরনো রূপে ফিরত যেতে দেবোনা। বিচার,সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা সড়কের বেড়িরপাড় এলাকায় পূর্ব নির্ধারিত এনসিপি মৌলভীজার জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এর আগে বিভাগীয় শহর সিলেটের পদযাত্রা শেষে তাদের গাড়ি বহর নিয়ে ফেঞ্ছুগঞ্জ হয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করেন। এর পর মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা সমাবেশ স্থলে এসে পৌঁছলে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরা র্মুমুহু শ্লোগানে কেন্দ্রীয় নেতাদের বরণ করেন। সমাবেশে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ,সার্জিস আলম, আক্তার হোসেন, ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে কিংবা একনজর দেখতে প্রখর রোদের কয়েকহাজার মানুষ উপস্থিত ছিলেন।  

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের সপ্ন আর আখাঙ্খা ছিল আকাশচুম্বি। আমরা বলেছিলাম, তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমাদের যে অর্থনৈতিক ও কর্মসংস্থানের যে দাবি সেটি পূরণ করতে পারিনি। আমরা এই অর্ন্তবর্তী সরকারের সময় অনেক সপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব সপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্ত করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, ভোটাধিকারের লড়াই করা শক্তি। কিন্তু বিচার সংস্কার ছাড়া হবেনা।  

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সরকারের জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা প্রসঙ্গে বলেন, আমরা বলেছিলাম জুলাই ঘোষণাপত্র প্রয়োজন, সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণা পত্র হবে। আমরা বিশ^াস করেছিলাম, আবার যখন আমরা আন্দোলন করেছিলাম আবার আমাদেরকে বললো একমাসে জুলাই ঘোষনা পত্র হবে। আমরা সরকারের কথা বিশ^াস করতে চাইনা। জনগণের ঘোষনা পত্র এখন রাজপথে জনগণই দিবে। আগামী ৩ তারিখে (আগস্ট) সবাই শহীদ মিনারে একত্রিত হবেন। বাংলাদেশের লিখিত দলিল,মৃত্যুর দলিল নিজেরাই তৈরি করবেন।

তিনি বলেন, দেশে স্বাস্থ্য ব্যবস্থা নেই, আর এখন যারা প্রশাসনে রয়েছেন, যারা বৃটিশ আমলের লাট সাহেব তাদের মতো তারা জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চালিকা হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাইনা। চাকরীর দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল, তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের গাড়ি হয়েছে. উপদেষ্টাদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমাদের যারা ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোন ব্যবস্থা হয়না।  

সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বিরোধী কথা-বার্তা যারা প্রচার করছেন,তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই বাংলাদেশের মানুষ চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন দিতে গিয়ে আমাদের চোখ খুলে গেছে। যারা সুশীলতার মোড়কে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, সম্প্রীতির কিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের মানুষের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কথা বলে। তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগেনা। অত এব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে এক হতে হবে। কোন ধরণের জাতিগত ভেদাবেদের মধ্যে আমরা আর থাকতে চাইনা। দেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে এক থাকতে হবে।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায় এর সঞ্চালনায় সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

এদিকে এনসিপির পদযাত্রা কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ শুরুর আগের রাত থেকে বন্ধ করে দেওয়া হয় পুরো শাহমোস্তফা সড়ক। এতে করে বন্ধ হয়ে যায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল। সমাবেশে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে আসেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে সমাবেশ শেষ হলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর শ্রীমঙ্গলের পথে পদযাত্রা কর্মসূচি শুরু করে।

অপরদিকে সিলেটের জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও  উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত থাকলেও মৌলভীবাজারের কর্মসূচিতে যোগ দেননি এই দুই নেতা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.