× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে শিক্ষক সমিতির অভিষেক ও অবসরপ্রাপ্তদের বিদায়ী সংবর্ধনা

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

২৬ জুলাই ২০২৫, ১৬:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬শে জুলাই) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে দুপুর ১২ টাায় উপজেলা পরিষদ হলরুমে এই অভিষেক অনুষ্ঠান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাদারমোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির উদ্দিন শামিমের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সাবেক বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ সালিকুর রহমান সালিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার। সভায় শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিজেন চন্দ্র দেব, মামুনুল ইসলাম, আলমগীর হোসেন। 

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। পরে উপজেলার বিদায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের হাতে অবসরজনিত সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা হলেন লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক,রুপচেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া,   ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুস শুকুর, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা মরিয়ম বেগম,ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা মেহেরুন্নেছা,ভেলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা আশা রানী দাস,রুপচেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলি। 

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সভাপতি ও অন্যান্য সকল নেতৃবৃন্দ উপজেলাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.