× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে দুর্ঘটনা রোধ ও চালক-যাত্রীদের সচেতন করতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

মো: তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

২৬ জুলাই ২০২৫, ১৬:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী সচেতনতামূলক অভিযান চালিয়েছে থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছেংগারচর বাজারের অটো রিকশা স্ট্যান্ডগুলোতে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। এসময় সাথে ছিলেন এসআই মো. জাফর আহমেদ, এসআই মিজানুর রহমান, এসআই দেলোয়ার হোসেন, এএসআই মনির হোসাইন, এএসআই মো. মিলন, এএসআই আনোয়ার হোসেন, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সোহাগ হোসেন’সহ পুলিশের একটি টিম।

এ সময় থানা পুলিশের সদস্যরা বাজারের ৩শতাদিক অটোরিকশায় ব্যবহৃত ফগ লাইট নিষিদ্ধ করেন এবং সামনের হেডলাইটের উপরের অর্ধেক অংশে কালো রঙ দিয়ে দেন, যাতে অপ্রয়োজনীয় ঝলকানি বন্ধ থাকে ও রাতের বেলায় পথচারীদের চোখে আলো না পড়ে।

এছাড়া অটোরিকশার ডান দিক থেকে কোনো যাত্রী যেন নামতে না পারে  সে বিষয়েও চালক ও যাত্রীদের সচেতন করা হয়। কারণ এ ধরনের অসতর্কতা থেকেই প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। আজকের কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল দুর্ঘটনা হ্রাস ও চালক-যাত্রীদের সচেতন করা। অটোর ফগ লাইট অনেক সময় দৃষ্টিবিভ্রান্তি সৃষ্টি করে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ডান দিক থেকে নামা বন্ধে আমরা সচেতন করছি। আমাদের এই সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় দোকানদার, যাত্রী ও পথচারীরা পুলিশের এই সচেতনতামূলক পদক্ষেপকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার দাবি জানান। সড়কে শৃঙ্খলা ফেরাতে মতলব উত্তর থানা পুলিশের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.