জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে খাগড়াছড়ির রামগড়ে সমাজকল্যাণ মন্ত্রাণলয় এর সাথে ভার্চুয়াল যুক্ত হয়ে শপথ গ্রহণ করা হয়।
শনিবার ২৬ জুলাই সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে শপথ গ্রহণে উপজেলা শহর সমাজসেবা কর্মকর্তা কামরুন নাহার সভাপতিত্ব করেন।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসমত জাহান তুহিন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলাম এর আমীর মোঃ ফায়েজুর রহমান, রামগড় সরকারি কলেজের প্রভাষক বোরহান উদ্দিন।
শপথে আরো উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল মজিদের পরিবার, সরকারি- বেসরকারি পদস্থ কর্মকর্তা-কর্মচারি, নারী সংগঠক নেত্রীবৃন্দ, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংবাদিকবৃন্দ।