× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুধু যাত্রী নয়, মালামাল পরিবহনের জন্যও রেলকে গড়ে তোলা হবে: শেখ মইনুদ্দিন

নাটোর প্রতিনিধি।

২৬ জুলাই ২০২৫, ১৭:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সেজন্য রেল ব্যবস্থাকে আরও কার্যকর ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ শনিবার(২৬ জুলাই ) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন শেখ মঈনুদ্দিন।
শেখ মইনুদ্দিন বলেন, বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল ব্যয় হচ্ছে। সে তুলনায় রেল যোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি।

তিনি আরও বলেন, যে সমস্ত রেললাইন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। পাশাপাশি যে রুটগুলো সম্ভাবনাময়, কিন্তু এখনও রেল পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয়নি সেগুলোতেও দ্রুত অগ্রগতি প্রয়োজন।

শেখ মইনুদ্দিন বলেন, দেশের অনেক অঞ্চলে এখনও রেল যোগাযোগ পৌঁছায়নি। সে সমস্ত এলাকায় রেল সংযোগ স্থাপন করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.