× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে জুলাই গণজাগরণের শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাহাত হোসেন,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

২৬ জুলাই ২০২৫, ১৮:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল জুলাই গণজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও  আলোচনা সভা গতকাল সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথ আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সহায়তায় এ শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারফ হোসাইন।

শুরুতেই সারা বাংলাদেশে একযোগে শপথ বাক্য পাঠ করেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এরপর উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিউটি আক্তার। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা , সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোঃ মাহবুব খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, মাওলানা মেরাজুল হক এবং শাহ তারিন।

উক্ত অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত সংস্থার প্রতিনিধিগণ এবং প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.