নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ যুবক নয়ন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে নুরপুর এলাকার খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে উপজেলার নুরপুর মাঠে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় একটি নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠায় মাঝ নদীতে সেটি ডুবে যায়। এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে এলেও নয়ন হোসেন নিখোঁজ হন।
খবর পেয়ে রাজশাহী থেকে একদল ডুবুরি এসে শুক্রবার রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নয়নের সন্ধান পাননি। এরপর শনিবার দুপুর থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করে ডুবুরি দল। অবশেষে নুরপুর এলাকার খেয়াঘাটের পাশ থেকে নয়নের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। নিহত নয়ন হোসেন একই উপজেলার নুরপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।