× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই গণ অভ্যুত্থানের মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামী করা হয়েছে, সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

মাহামুদ হাসান কচি,নারায়ণগঞ্জ প্রতিনিধি।

২৬ জুলাই ২০২৫, ১৯:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ব্যাক্তিকে আসামি করার বিষয়টি সুুষ্ঠভাবে তদন্ত করা হবে।

শনিবার নারায়ণগঞ্জে র‍্যাব-১১ কার্যালয় ও পুলিশ লাইন পরিদর্শন শেষে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি আরো বলেন, এসব কারণে মামলার তদন্ত কার্যক্রমে বিলম্ব ঘটছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রকৃত নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তে গাফিলতি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় যেসব অস্ত্র খোয়া গেছে, তা উদ্ধারে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোরালো অভিযান চালানো হবে।”

সকাল ১১টায় তিনি র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পরে দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এরপর গণমাধ্যমের সাথে মতবিনিময়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করতে সরকার কাজ করছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলার ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পরবর্তীতে তিনি বিজিবি ব্যাটালিয়ন-৬২-ও পরিদর্শন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.