সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে শনিবার ২৬ জুলাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে তাঁকে সহযোগিতা করেন বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি দল। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে কুমিরাস্থ কেডিএস লজিস্টিক ডিপো এবং শীতলপুরস্থ্য বিএম কন্টেইনার ডিপোর সামনে মহাসড়কে যত্রতত্র যানবাহন পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো নিয়ম বহি:র্ভূত কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচজন চালককে মোট ১২,৫০০ (বারো হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- ১. মোঃ শরীফ ১,৫০০ টাকা, ২. রাব্বী হাওলাদার ১,৫০০ টাকা, ৩. মোঃ জহির ১,৫০০ টাকা, ৪. মোঃ রায়হান ৬,০০০ টাকা, ৫. মোঃ নুরুল ইসলাম ২,০০০ টাকা।
অভিযানে মহাসড়কের শৃঙ্খলা রক্ষা এবং যানজট নিয়ন্ত্রণে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করে অনিয়ম দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।