মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
শনিবার বাগেরহাটের কচুয়ায় দিনব্যাপী প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অসহায় দরিদ্র রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহ করেন লতিফ মাস্টার ফাউন্ডেশন। স্বাস্থ্য সেবা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অবসরপ্রাপ্ত) সচিব মোহাম্মদ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, উদ্বোধনী বক্তব্য প্রদান করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক অসীম কুমার সমাদ্দার, মেজর জিহাদুল ইসলাম, কৃষিবিদ কামরুল ইসলাম, রফিকুল ইসলাম জগলুর সহধর্মিনী বিশিষ্ট সমাজকর্মী জহুরা জান্নাত লাবনীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, শুধু স্বাস্থ্য সেবা নয়, সামাজিক মানবিক ও শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে লতিফ মাস্টার ফাউন্ডেশন। প্রত্যেক শনিবার বেশরগাতী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই সচিব মশিউর রহমান এবং ফরিদুল ইসলাম বাগেরহাটের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তারা বাগেরহাট কে স্বপ্নের বাগেরহাটে রূপ দিতে চান। এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা চান তারা।