গফরগাঁও পৌরসভার হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় গতকাল রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গফরগাঁও দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক এবং সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা জনাব সুলতান আহমেদের বাসায় দুর্বৃত্তরা গ্রিল কেটে প্রবেশ করে ভয়াবহ লুটপাট চালায়।
জানা গেছে, গভীর রাতে চোরের দল ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় বাসার সদস্যদের মুখে স্প্রে করে অজ্ঞান করে ফেলে। এরপর ঘরের মূল্যবান মালামাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সব কিছু লুট করে নিয়ে যায়।
পরদিন সকালে, প্রায় ১১টার দিকে সুলতান আহমেদ, তার স্ত্রী ও ছোট ছেলে আহমেদ ইমতিয়াজ অর্ণবকে অচেতন অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের দুজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও সুলতান আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি ও অপরাধ প্রবণতা বেড়েছে।এতে এলাকার লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জনগণের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।