× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাটগ্রামে বাড়ি ভেঙে দিল প্রশাসন, বিজিবির বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ

সফিকুল ইসলাম, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।

২৭ জুলাই ২০২৫, ১৪:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত আইন লঙ্ঘন করায় একজনের বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব'র (৪৫) নির্মিত বিল্ডিং বাড়ি বিএসএফ'র অভিযোগের প্রেক্ষিতে ভেঙ্গে দেয়া হয়।

ভুক্তভোগী আবু তালেব বিজিবিকে দোষারোপ করে বলেন, এটা সত্য যে সীমানা পিলার ৮২৯ থেকে ১৩৫ গজ বরাবর বিল্ডিং ঘর নির্মাণ করি। বিজিবি প্রথমে একেবারে ঘর নির্মাণ না করে টিনসেড দিয়ে থাকতে বলেছে। আমি সেভাবেই আছি। রান্না ঘরের টিন খুলে নিয়ে টিনসেড করে থাকলাম। এখন বিজিবি বলতেছে টিন খুলে নিতে। আজ আবার এসে আমার এতো টাকার বাড়ি ভেঙ্গে দিচ্ছে।

এতোকিছু না করে যদি প্রথমেই ঘর নির্মাণ করতে না দিত তাহলে এতো ক্ষতি হতোনা অভিযোগ করে তিনি বলেন, আমাকে সরকার অন্য কোথাও ব্যবস্থা করে দিলে আমি এখান থেকে সরে যাবো। অন্যথায় যা হবার হবে। এলাকার লোকজনও বিজিবির দ্বিমুখী আচরণের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, এরকম আরও অনেক ঘর রয়েছে। তাহলে বিএসএফ অভিযোগ করলে ওগুলোও তখন ভেঙে দেবে ? অথচ বিএসএফ এই সীমান্তে কত আইন ভঙ্গ করছে সেগুলো সরকারের চোখে পড়ে না। আবু তালেব গরিব লোক। তার ক্ষতি যেনো না হয়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

ঘটনাস্থলে উপস্থিত ৬১ বিজিবির আবুল কাশেম এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, আমরা আদেশের বলে বাড়ি ভেঙে দিয়েছি। সীমানা আইন মেনে এটা করা হয়েছে। এসময় সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনকে এসব বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি এবং দেড়শো গজের ভিতরে আইন লঙ্ঘন করে বাড়ি সহ যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার পরামর্শ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.