ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আয়োজনে ফুলগাজীর কামাল্লা দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের জন্য একবেলা আহার ও খাদ্য উপহার গত বৃহস্পতিবার দুপুরে পালিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট হাজী দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল।এতে অংশ নেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ- সভাপতি আনোয়ারুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান, সদস্য আসাদুজ্জামান দারা। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা আকবর হোসেন। অনুষ্ঠানে স্থানীয় আলোকিত ব্লাড ডোনার ক্লাব ও পরিবর্তন - সমাজের কল্যাণে সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের সভাপতি ফয়জুল হক বাপ্পী বলেন, আমাদের সদস্যদের কাছ থেকে ঈদুল আজহায় সংগ্রহ করা গোশতে আমরা এই একবেলা আহার কর্মসূচি পালন করি। সেই সাথে এতিমখানার শিশুদের জন্য দুই বস্তা চাউল ও এক বস্তা আলু উপহার দেয়া হয় বলে তিনি জানান।