বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে জাহিদ - তহিদ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। শনিবার (২৬ জুলাই) কচুয়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এই প্যানেল জয় লাভ করে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনে নির্বাচন মনিটরিং টিম প্রধান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এর আগে বেলা ১১ টায় দ্বি-বার্ষিক সম্মেলনের শুরুতে কচুয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান এমপি এবং এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দ্বীপু।
বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপি'র সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সৈয়দ নাসির আহমেদ মালেক, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, মনিরুল ইসলাম খান, এডভোকেট মিজানুর রহমান, শেখ হাফিজুর রহমান তুহিন, হাফিজ শেখ, সিকদার হারুন আল রশিদ, আবু হোসেন পনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, এডভোকেট নুরুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কচুয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম।
দ্বিতীয়ার্ধে বেলা দুইটাই কচুয়ার সকল ইউনিয়নের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে জাহিদ তহিদ পূর্ণ প্যানেলে জয়ী হয়। সরদার জাহিদ চেয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৪৮ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আসাদুল ইসলাম পান্না তার প্রাপ্ত ভোট ১৪১ টি। সাধারণ সম্পাদক পদে শেখ তৌহিদুল ইসলাম কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০৩ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীক নিয়ে সর্দার শাহনেওয়াজ, প্রাপ্ত ভোট ১৭৮ টি। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতিক নিয়ে শেখ জাহাঙ্গীর হোসেন প্রাপ্ত ভোট ২৮০ এবং মোরগ প্রতীক নিয়ে হুমায়ুন কবির প্রাপ্ত ভোট ১৮৩।