× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন

মাহমুদুর রহমান মনজু ,লক্ষীপুর প্রতিনিধি ।

২৭ জুলাই ২০২৫, ১৭:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্রয়কৃত জমির দখল বুঝিয়ে না দেওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়নের ২ নং রতনপুর গ্রামের ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যরা। 

রতনপুর গ্রামের হাসিম মাস্টার বাড়িতে  রবিবার দুপুরে প্রবাসী নুর উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার এ সংবাদ সম্মেলন করেন। এসময় নুর উদ্দিনের পিতা ইদ্রিস মিয়া ও তার মা উপস্থিত ছিলেন। 

ঘটনার  বিবরণে জানা যায় (১৮.০৯.২০২৩) সালে একই বাড়ির আবদুর রহিমের কাছ থেকে ১ শতাংশ জমিন ক্রয় করেন প্রবাসী  নুর উদ্দিন।  
দলিলে উল্লেখিত জমি দখলে গেলে রহিমের পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দিচ্ছে। তার ভাষ্য হচ্ছে নুর উদ্দিনের  কাছে জমি ক্রয় করেছে  বসতের পশ্চিম পাশে,  কিন্ত আবদুর রহিম বলছে বাগানে। 

এ নিয়ে উভয় পরিবারের মাঝে গত দু' বছর ধরে ঝগড়া বিবাদ চলছে, স্থানীয়  পর্যায়ে আলোচনা করেও সমাধান হয়নি। 

জমি বিক্রেতা বিএনপি নেতা  আবদুর রহিম জমি বিক্রির কথা স্বীকার করলেও ক্রেতা নুর উদ্দিন যে স্থানে জমি দাবি করছেন সেখানে দখল দিতে অস্বীকার করছে। রহিমের ভাষ্য আমি জমি বিক্রি করেছি বাগানে, দখল বাগানে নিতে হবে।

তবে ভুক্তভোগী পরিবারের সদস্য জেসমিন আক্তার আরও বলেন, আবদুর রহিম সমস্যা সমাধানের কথা বলে আমাদের কাছ থেকে অতিরিক্ত ৩০ টাকা নিয়েছেন। 

গত বছর  ৫ ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে রহিমও এখন রাজনৈতিক প্রভাব বিস্তার করতেছে আমাদের পরিবারের উপর। আমরা নিরাপত্তা হীনতায় আছি। 

তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সমাজের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সমস্যা সমাধান চাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.