জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ফেনী গিরিশ-অক্ষয় (জি এ) একাডেমি স্কুলের আঙ্গিনায় পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জহিরুল ইসলাম জহির, ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো: এনামুল হক ভূঁঞা,পৌর সাইবার ইউজার দলের সভাপতি মো: ওমর ফারুক বাবু,সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন,পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আল আমিন সরকার, ৭ নং ওয়ার্ড যুবদলের নূর নবী মিলন,জিয়াউর রহমান রুমন,আলাউদ্দিন আরিফ প্রমুখ।
৭নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ জানান,পর্যায়ক্রমে উক্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হবে।