বড়লেখা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও দাখিল এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ২৮ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়নে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার, ক্রেষ্ট ও সনদ বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, পাথারিয়া ছোটলিখা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এনাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, সুজাউল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।