চাঁদপুরের মতলব উত্তরে মেদাবি শিক্ষার্থীদের মাঝে এসডিপির শিক্ষা অনুদান, ক্রেস্ট ও সার্টিফেকেট বিতরণ করা হয়েছে ৷
রোববার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম এসডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষামন্ত্রনালয় কর্তৃক এসডিপির, এই পুরুস্কার বিতরণ করা হয় ৷
এস এসসির মেধাবি ৮জন,দাখিলের ৪জন, শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচ এসসির ১০ জন ও আলিমের ৩ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে তাদের নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ়্যমে এই শিক্ষা অনুদান দেওয়া ৷ এছাড়াও তাদের প্রত্যাক্যে ক্রেস্ট ও সার্টিফেকেট প্রদান করা হয় ৷
চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সাইফুল ইসলামের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী ৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপ- পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান,সহকারী পরিচলক মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা ৷
আরো বক্তব্য দেন ছেঙ্গারচর কলেজের অধ্যক্ষ হোসাইন মো: ইয়াছিন,লুধুয়া হাইস্কুল এন্ড কলেজেরঅধ্যক্ষ্য জাকির হোসেন,প্রধান শিক্ষক একে এম তাজুল ইসলাম,অভিবাবক কামরুজ্জামান,শিক্ষার্থী রাজিব হোসেন প্রমুখ ৷
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ওমাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন ৷