কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলমা খাতুন (৮) নামের দ্বিতীয় শ্রেনির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ইলমা উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকার আল আমিন মন্ডল এর মেয়ে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের পরিবার সূত্রে জানাযায়, রবিবার (২৭ জুলাই ) দুপুরে পানির বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুত্বর আহত হয় ইলমা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলমাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।