কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে করে পাচারের সময় ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ওয়াইন রেড রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে একটি প্রাইভেট কারের পেছনের সিটে থাকা একটি কৃত্রিম গ্যাস সিলিন্ডার কেটে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাড়িটি মূলত ডিজেল চালিত হলেও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে এতে অতিরিক্ত সিলিন্ডার বসিয়ে ইয়াবা লুকানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: উখিয়া রাজাপালং ইউনিয়ন,কুতুপালং পশ্চিম পাড়া এলাকার রফিক উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (২৪) — কক্সবাজার পৌরসভা, সাবমেরিন ক্যাবল, পশ্চিম চৌধুরী পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে নুরুল ইসলাম (২৬) ও মোঃ কবির (২৩)।
আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”