× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নড়াইল প্রতিনিধি।

২৮ জুলাই ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিন এসইডিপি এর আওতায় এই পুরষ্কার বিতরন করা হয়। সোমবার ২৮ জুলাই বেলা ১২ টার দিকে নড়াইল সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল। জেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা জামায়াতের আমির ও সভাপতি, সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয়,  অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা, নড়াইলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি ও অভিভাবকগণ । অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এস এস সি ও  এইচ এসসি সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য ৩৫ জন শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ, অভিবাদন ও নগদ অর্থ প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.