রামপালে ৩৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তন এ পুরস্কার বিতরণ করা হয়।
পারফর্মেন্স বেজড গ্রান্টাস ফর সেকেন্ডারি ইনিস্টিটিউশনের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, রামপাল সরকারী কলেজের অধ্যক্ষ সমীর কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পুষ্পেন সরকার প্রমুখ। এ সময় ৩৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের প্রধানগণ, সাংবাদিক অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।