× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দর্শন বিভাগের সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা

জবি প্রতিনিধি।

২৮ জুলাই ২০২৫, ২০:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ-সমস্যা-উত্তরণ)” শীর্ষক সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দর্শন ভবনের ৫ম তলার কক্ষ নম্বর ৫০০১-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সিত্তল মুনা হাসান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এছাড়াও দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেমিনারের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান এবং সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।

বক্তারা ‘জুলাই বিপ্লব’-এর আদর্শ ও বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা, বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে গভীর আলোচনা করেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.