× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

২৯ জুলাই ২০২৫, ১৬:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম তালুকদার।

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলু, শিক্ষক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

বক্তারা বলেন, ‘শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার ছিলেন একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা। উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও সহানুভূতিশীল আচরণ তাকে সকলের প্রিয় করে তুলেছিল।’

বিদায়কালে উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার বলেন, আমার মনে হয় না কোনো শিক্ষা অফিসার এত সম্মান এত ভালোবাসা পেয়েছে। কমলগঞ্জ উপজেলার মানুষ খুবই আন্তরিক। ভালো থাকুক উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা, শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য স্যার যে উদ্যোগগুলো নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি প্রশাসনিক ভাবে যেমন একজন দক্ষ কর্মকর্তা ছিলেন, তেমনি একজন সৎ, আদর্শ ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.