× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে প্রাণ গেল চালকের, আহত ১৫

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

২৯ জুলাই ২০২৫, ১৬:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাঙ্গা উপজেলার মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম রফিক শিকদার (৪৫)। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মানিক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পটুয়াখালীর দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চেয়ারম্যান পরিবহন’-এর একটি বাস বরইতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এতে বাসচালক রফিক শিকদার নিহত হন।

দুর্ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক নিহত হন এবং কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.