জয়পুরহাটের পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক চৌধুরী, বালিঘাটা ইউনিয়নের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদীন মাহমুদ,পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস সহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য সদস্যদের কে দিক নির্দেশনা মুলক ব্যক্তব্য দেন সভার সভাপতি নির্বাহী কর্মকর্তা।