× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি।

২৯ জুলাই ২০২৫, ১৭:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

পরিকল্পিত বনায়নের মাধ্যমে আগামীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ন সচিব)।

ঢাকা বিভাগের বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, পরিকল্পিত বনায়ন করে দেশকে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, অন্যদিকে দেশের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, একজন মানুষের প্রতিদিন সাড়ে ৫শ লিটার অক্সিজেন লাগে। এই অক্সিজেন গাছ থেকেই পেয়ে থাকি। তাই গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফল ও বনজ গাছের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

এমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ,‌'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই'।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.