× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে জুলাই সংগঠক জোবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।

২৯ জুলাই ২০২৫, ১৭:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই আন্দোলনের সংগঠক জোবায়ের আমিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে চিলমারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজন, এলাকাবাসীসহ বন্ধু ও জুলাইয়ের সহযোদ্ধারা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মোড়ে চিলমারী-কুড়িগ্রাম সড়কে বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড হাতে বিক্ষোভ করে। ফলে ২ ঘণ্টা ধরে ওই সড়কে সব প্রকার যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় পুলিশ প্রশাসন গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও তদন্তের নেই কোন অগ্রগতি, জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। এ হত্যাকান্ডের সাথে জড়িত মো. সাইনান স্বচ্ছ মামলার প্রধান আসামী। সে চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হকের ছেলে হওয়ায় মামলাটির কোনো অগ্রগতি নেই বলে সমাবেশে অভিযোগ করেন স্বজনরা।

নিহত জোবায়ের আমিনের বাবা আব্দুল জলিল আমিন বলেন, ফরেনসিক রির্পোটে এটি হত্যাকান্ড হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। দীর্ঘ একটি বছর পেরিয়ে গেছে, অথচ হত্যাকারীদের এখনো আইনের আওতায় নেয়া হয়নি। এটি আমাদের জন্য কতটা কষ্টদায়ক তা বোঝানো যাবেনা বলেই কাঁন্নায় ভেঙ্গে পড়েন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা আবু সাইদ হোসেন পাখি, যুবদল নেতা তাইবুর রহমান, জিয়াউর রহমান প্রমুখ।

গত বছরের ১৯ জুলাই রাতে ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার একদিন পর জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়ের আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে জোবায়ের আমিনের দুই বন্ধু মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর তদন্ত করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.