× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২৯ জুলাই ২০২৫, ১৭:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিন গ্রাম হেরোইন, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুই পেশাদার মাদক কারবারি পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল সোমবার সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে মো. আবুল বাশার (৪৪), পিতা-মৃত গোলাম মোস্তফা, নামের একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশিতে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আবুল বাশার স্বীকার করেন, তিনি নিয়মিত হেরোইন সংগ্রহ করতেন পলাতক আসামি মোছা. নাছরিন আক্তার (২৯) ও তার স্বামী মো. সাদ্দাম হোসেন (৩০) এর কাছ থেকে। এই তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে আরও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৭,০৫০ টাকা, একটি GDL মডেল G301 ও একটি Benco মডেল E12 মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আবুল বাশারের বিরুদ্ধে ২টি, নাছরিন আক্তারের বিরুদ্ধে ২টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারা অনুযায়ী একটি মামলা (নম্বর-২৮, তারিখ-২৮/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জানান, “জেলায় মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিত চলবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.