× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইলস্টোন দুর্ঘটনায় জবি বাঁধনের ১০০ ব্যাগ রক্ত ও ২ স্কিন ডোনার সরবরাহ

জবি প্রতিনিধি।

২৯ জুলাই ২০২৫, ১৮:৪৫ পিএম । আপডেটঃ ২৯ জুলাই ২০২৫, ১৯:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণ দুর্ঘটনার পর আহতদের সহায়তায় মানবিক ভূমিকা পালন করেছে বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিট। দুর্ঘটনার পরপরই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু ও শিক্ষার্থীদের সহায়তায় রক্ত ও স্কিন ডোনেশনের কার্যক্রম শুরু করে সংগঠনটি।

দুর্ঘটনার পর পাঁচ দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট মোট ১০০ ব্যাগ রক্ত এবং ২ জন স্কিন ডোনার সরবরাহ করেছে বার্ন ইনস্টিটিউটে। গুরুতর আহত শিশুদের চিকিৎসায় সহায়তা করতে ২ জন স্বেচ্ছাসেবক তাদের ত্বক (স্কিন) দান করেন, যা এই বিপর্যয়ের সময়ে এক ব্যতিক্রমী উদাহরণ।

এছাড়াও, ক্যাম্পেইনের মাধ্যমে ৮০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবককে যেকোনো সময় রক্তদানে প্রস্তুত রাখা হয়, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া যায়। একইসঙ্গে ৭৫০ জনের বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, “দুর্ঘটনার খবর শোনার পর থেকেই মন খুব খারাপ ছিল। যখন শুনলাম আমাদের জবি বাঁধন ইউনিট আহত শিশুদের জন্য রক্ত আর স্কিন ডোনেশন ক্যাম্পেইন চালাচ্ছে, তখন গর্বে মনটা ভরে উঠেছে। মনে হয়েছে, আমরা কেবল পড়ালেখা করি না—মানুষের পাশে দাঁড়াতে শিখি। আমি নিজেও রক্ত দিয়েছি, এটা আমার জীবনের সবচেয়ে অর্থবহ অভিজ্ঞতা।”

বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মো: তাসনিমুল হাসান নিশাদ বলেন, "ছোটছোট শিশুরা যেভাবে অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে জখম হয়েছে, তাদের কাতরানোর দৃশ‍্য ‍যে কাউকে নাড়া দিবে। দুর্ঘটনার দিন থেকেই আমরা স্বেচ্ছাসেবক নিয়ে হাজির ছিলাম এবং প্রতিদিন আমরা হাসপাতালের ব্লাড ব‍্যাংকের সাথে যোগাযোগ রেখেছি।"

তিনি আরো বলেন, "যখনই রক্তের প্রয়োজন হয়েছে, তখনই আমরা ডোনার নিয়ে হাজির হয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে চেষ্টা করেছি আহত শিশুদের পাশে থাকার। আমরা এ পর্যন্ত ব্লাড ব‍্যাংকের চাহিদা অনুযায়ী ১০০ ব‍্যাগের বেশি রক্ত সরবরাহ করতে পেরেছি।"

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই স্কুলের কোমলমতি শিক্ষার্থী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.