নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার মিশন মার্কেট সংলগ্ন কালিকাপুরের মনোজ কুমার সরকারের প্রেমচাঁদ এন্টারপ্রাইজ ওয়ার্কশপে রোববার দিবাগত ভোর রাত চারটার দিকে চুরি সংঘটিত হয়েছে।
মনোজ কুমার জানান, রোববার রাত ১২ টার দিকে ওয়ার্কশপ বন্ধ করে বাড়িতে যান তিনি। পরের দিন সোমবার সকালে এসে দেখেন যে ওয়ার্কশপের তালা ভাঙ্গা ও চার লক্ষাধিক টাকার দ্রব্যাদি নিয়ে গেছে চোর দল। দেখে বুঝা যায় যে চোরদল তালা ভেঙ্গে ওয়ার্কশপে প্রবেশ করে এবং পিকআপযোগে ওয়ার্কশপের দ্রব্যাদি- ওয়েল্ডিং মেশিন চারটা, কার্টার মেশিন দুইটা, সিলিন্ডার দুইটা, আরগন কার্টার মেশিন দুইটা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এলাকার সিসি ক্যামেরায় একটি পিকআপ গাড়ীর ঘুরাঘুরি দেখা যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন জানান, চুরির ব্যাপারে ওয়ার্কশপের মালিক মনোজ কুমার সরকার সোমবার থানায় জিডি করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।