× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রার্থী ডা. বশির আহমেদ

ফরিদ উদ্দিন,ঢাকা

২৯ জুলাই ২০২৫, ১৯:২৩ পিএম । আপডেটঃ ২৯ জুলাই ২০২৫, ১৯:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে  প্রার্থী হয়েছেন ডাঃ বশির আহমেদ খান রিদয়, তিনি গত সোমবার সিনিয়র যুগ্ম মহাসচিব পদে প্রার্থীতা জমা দিয়েছেন, তিনি  ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নিউরোসার্জন বিভাগের আবাসিক সার্জন হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করছেন, ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. বশীর আহম্মেদ খান ডাক্তারদের মহলে একজন সাদা মনের মানুষ ৷

ডা. বশীর আহম্মেদ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সভাপতি ছাত্রদল মিডফোর্ড শাখা, ড্যাবে নির্বাচন নিয়ে ডা. বশীর আহম্মেদ খান বলেন, ছাত্র জীবন থেকে আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমার উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে সবসময় পালন করেছি, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবে)কে আমি মনে প্রানে ভালোবাসি এই সংগঠনকে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ বিনির্মানে চিকিৎসরা অগ্রনি ভূমিকা পালন করবে, আমি সহযাত্রী হিসেবে চিকিৎসকদের সেবক হিসেবে পাশে থাকবো, ড্যাবের নির্বাচনে আমি  সকলের কাছে দোয়া, সহযোগিতা ও ভোট চাই ৷ 

ডা. বশীর আহম্মেদ খান আরো বলেন, আমি গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ। বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ নিউরোসায়েন্সেস হাসপাতালে দায়িত্ব পালন করতে পেরে ৷ নিউরোসায়েন্সেস হাসপাতালের সকল সহকর্মীরা আমাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখেছেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.