ফেনীর দাগনভূঞা পৌরসভা শহরে পাবলিক টয়লেট পূণঃ নির্মানের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যান সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, স্কুল মার্কেটের ব্যবসায়ী কামাল হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলার কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, ইছহাক মার্কেটের সভাপতি সাইফুল ইসলাম বাহাদুর, এফটিসি মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন হায়দার, তৈয়বা মার্কেটের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
শেষে উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলামের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দ।