জুলাই আন্দোলন দমনে লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহারে রাজনৈতিক সিদ্ধান্তের কথা আদালতে স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দির নথিতে উঠে এসেছে এসব তথ্য।
জবানবন্দীতে মামুন বলেছেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান হারুন অর রশীদ মারণাস্ত্র ব্যবহারে ছিলেন অতি উৎসাহী।
মামুনের জবানবন্দিতে উঠে আসে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুম-খুন, আন্দোলন দমন নিয়ে নিয়মিত বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। এসব বৈঠক থেকেই আন্দোলনকারীদের গ্রেপ্তার, মানসিক নির্যাতন, হেলিকপ্টার মোতায়েন ও ব্লকরেইডের সিদ্ধান্ত নেয়া হতো।
এতে তিনি আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লেথাল ওয়েপন ব্যবহারের কথা জানিয়েছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মামুন। চলতি বছরের ২৪ মার্চ তার জবানবন্দি নেয়া হয়। সম্প্রতি তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।