× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঙ্গালহালিয়া ডংনালা সড়কে ভাঙন

সড়ক নয় যেন মরণফাঁদ চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসীর

উচ্চপ্রু মারমা, রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি।

৩০ জুলাই ২০২৫, ১৪:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

পার্বত্য জেলার রাঙ্গামাটি, রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া  বাজার হতে ২কিলো রাস্তা ডংনালা মুখ সড়কের ব্যাপকভাবে ভাঙনের বেহাল দশা দেখা দিয়েছে, রাস্তায় একাধিক গর্ত আর কার্পেটিং উঠে খানাখন্দে ভরপুর সড়কের বেহাল দশায় সড়কটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে সংস্কারের অভাবে সড়কটির নাজুক, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামন্য বৃষ্টি হলে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি করছে।

এই সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজি,মাইক্রো অটো টম টম, ভ্যানগাড়ী মটর সাইকেল, এলাকা বাসী, স্কুল কলেজের ছাত্রছাত্রী ওবিভিন্ন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সড়কটি বছর পর বছর ধরে অযত্নন আর অবহেলায় পড়ে আছে।সড়ক নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কটির অনেক অংশেই কার্পেটিং উঠে খোয়া বের হয়ে গিয়েছে। রাস্তায় সৃষ্ট গর্ত আর খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে গভীরতা কমে সড়কটির ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে দেখা মিলছে জলবদ্ধতার। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা শুরু হলে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়। 

এ সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করে থাকেন। এখান থেকে শত শত কৃষক বিভিন্ন ফসলাদি নিয়ে বাঙ্গালহালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে নিয়ে যায় এমতঅস্থায় খানাখন্দ আর গর্তে ভরা এমন রাস্তায় চলাচলে কষ্টের সীমা থাকে না। 

স্থানীয় এক বাসিন্দা জানান, সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ জলবদ্ধতা এই সড়কে এখন নিত্য দিনের চিত্র হয়ে দাড়িয়েছে। এসময় তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। 

সড়কের বেহাল দশা জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বিভাগের সার্ভেয়ার দেলোয়ার হোসেন জানান,উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন হয়েছে,সংস্কারের জন্য ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি।বৃষ্টির কারণে সড়কটির সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলে শ্রীঘ্রই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, দীর্ঘদিন ধরে সড়ক টি নাজুক অবস্থা আমি কয়েক বার নির্বাহী কর্মকর্তা কে অবগত করেছি তিনি প্রকৌশল বিভাগ কে বিষয়টি নজরে আনার জন্য জানান বলে জানাগেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.