× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ ক্যাম্পে ব্যাপক সাড়া

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

৩০ জুলাই ২০২৫, ১৫:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) প্রথমবারের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ ক্যাম্পে সেবা দেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞরা। চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ডা. আব্দুল মোত্তালিব, ডা. সাইফুল হাসান, ডা. নিজাম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. পরাগ দে, বিএমসি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. শামসুল আলম মাকসুদ, ডা. তায়েবুর রহমান রয়েল, ডা. আরিফুজ্জামান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. শহিদুল ইসলাম, ডা. মো. আইয়াজ ইব্রাহিম, ডা. মো. আজম ইকবাল ও ডা. মো. তানভীর হাসান।


বিএপি’র আয়োজনে এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পে দেড় শতাধিক বিভিন্ন বয়সের মানসিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগী ও তাদের স্বজনরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্যাম্প আরও বেশি অনুষ্ঠিত হলে উপকৃত হবেন অসংখ্য মানুষ।


চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. পরাগ দে বলেন, দরিদ্র মানুষের কথা চিন্তা করেই বিএপি প্রথমবারের মতো মাটিরাঙ্গায় এ আয়োজন করেছে। আগামী বছরও একই সময়ে আবারও এই সেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে এ ক্যাম্পকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে আশার আলো জাগিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.