× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

৩০ জুলাই ২০২৫, ১৬:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে কে সামনে রেখে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বনজ, ফলজ, ঔষধী গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার  (৩০ জুলাই ২০২৫) সকালে প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জের  আয়োজনে ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, বাংলালিংক এবং সহযোগিতায় সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে ও রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরন ও স্কুল আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষ রোপন ও বিতরণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্কুলের শিক্ষক,  ছাত্রীদের সাথে নিয়ে স্কুল আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছরে অন্তত দুটি বৃক্ষরোপণ করা। কারন বৃক্ষ আমাদের নিশ্বাসের সাথে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড শোষন করে আমাদের জন্যই অক্সিজেন উৎপাদন করে।পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগেও গাছ প্রাণীকুলকে বিভিন্নভাবে রক্ষা করে। আমাদের শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে যেসকল শহীদের  জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবুজায়নের নতুন বাংলাদেশ গড়তে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গাছপালা।  তেমনি আজকে   চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জের  আয়োজনে ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, বাংলালিংক এবং সহযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করছে।  আমি ধন্যবাদ জানাই আজকের এ আয়োজকদেরকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ  ফজলুল হক,সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন - টেক)  ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মহসীন আলী,সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  কৃষিবীদ এস এম নাসিম হোসেন, উপ- সহকারী কৃষি অফিসার মোঃহামিদুলইসলাম,রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বৃক্ষ ও তালগাছ  প্রেমিক মোঃ আবুল কালাম আজাদ, প্রমুখ।

এছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সকল কর্মচারী স্কুলের ছাত্রী এ  বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.