× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবির দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবিতে ‘আপ বাংলাদেশের’ স্মারকলিপি প্রদান

জবি প্রতিনিধি।

৩০ জুলাই ২০২৫, ১৬:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা। তারা জানান, প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য বর্তমানে একটি মাত্র ক্যাফেটেরিয়া রয়েছে, যা শিক্ষার্থীদের চাহিদা পূরণে পর্যাপ্ত নয়। এ কারণে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার কাজ শেষ হলেও ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তা চালু হয়নি।

সংগঠনটির সংগঠক তাওহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত সমস্যা চলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার অবকাঠামো নির্মাণ করা হলেও অদৃশ্য কারণে এটি এখনও চালু হয়নি। দ্রুত এটি চালু না হলে শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়বে।”

স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন তাফহিম রাফি, মেহরাব হোসেন অপি, আশিক আহমেদ রাতুল, মাবরুর বিন মাসুদসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.