× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেছীন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

৩০ জুলাই ২০২৫, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভোলার চরফ্যাশন উপজেলায় অবসরপ্রাপ্ত ২০ জন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদেরকে ৩০ হাজার টাকা করে  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নিজস্ব তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (৩০ জুলাই) দুপুরে  পৌর ৪নং ওয়ার্ড, কলেজ পাড়ায় অবস্থিত জমিয়াতের নিজস্ব ভবনের হলরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেয়া হয়।


জানা যায়, ইতোমধ্য চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অবসরগ্রহণের পর, মৃত্যুর পর, দুর্ঘটনায় আহতসহ নানাভাবে  প্রায় ৩০ জনকে ৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন।


এছাড়া সরকারি দিবস উদযাপন, রমজান মাসে ইফতার ও দোয়ার অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠানসহ শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি, অধ্যক্ষ হুমায়ূন সরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল আমিন, উপাধাক্ষ মাও.আজিজুর রহমান, অধ্যক্ষ নুরুজ্জামান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যক্ষ শাজাহান, অধ্যক্ষ ওমর ফারুক, জমিয়াতের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন প্রমূখ। 


অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান বলেন, আমি জামিয়াতুল মোদার্রেছীনের সাথে দীর্ঘ ৫ বছর মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যপুস্তক থেকে আপত্তিকর ছবি ও গল্প প্রত্যাহার, শিক্ষক-কর্মচারীদের স্বার্থরক্ষা এবং তাদের ন্যায্য অধিকার চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছি।


সকলের সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেছীনকে শক্তিশালী  করেছি। যার প্রাপ্তি হিসেবে  আজ আমরা বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক-কর্মচারীদেরকে আর্থিক সহায়তা দিতে পারছি। অতীতের ন্যায় আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.