× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিতে সম্পূরক বৃত্তি ও জকসুর দাবিতে দুই দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি।

৩০ জুলাই ২০২৫, ১৮:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ দুটি দাবিতে আগামী দুই কর্মদিবসের মধ্যে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা ‘আবাসন আমার অধিকার, রুখে দিবে সাধ্য কার’, ‘জকসু নিয়ে গাফিলতি চলবে না’, ‘শিরদাঁড়া শক্ত করো, অজুহাত বন্ধ করো’—এমন নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেদের দাবির পক্ষে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবহেলা করে আসছে। বিশেষ করে জকসু নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পানির ফিল্টার পাওয়ার জন্যও আন্দোলন করতে হয়। আমরা মার খেয়ে যে দাবি আদায় করলাম, আজও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আমাদের ছেড়ে দিন। অন্যথায় আমরা এমন আন্দোলনের দিকে যাবো, যেখান থেকে ফেরার পথ থাকবে না।"

পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, "৫ আগস্টের ঐতিহাসিক আন্দোলনের পর আমরা ভেবেছিলাম আমাদের দাবিগুলো অটোমেটিকভাবে বাস্তবায়ন হবে। কিন্তু টানা অনশন, সচিবালয়ে অবস্থান, এমনকি যমুনা পর্যন্ত গিয়েও যে দাবি আদায় করেছি, তা আজও বাস্তবায়িত হয়নি। এক বছর পার হলেও শিক্ষার্থীরা হলে উঠতে পারেনি। দাবি না মানলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের ডাক আসবে।"

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আইন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী এবং জবির ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, "জবির শিক্ষার্থীরা বারবার জকসু নির্বাচনের দাবি জানালেও প্রশাসন তা করতে ব্যর্থ। আবাসন ইস্যুতেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। আগামী দুই কর্মদিবসের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ এবং সম্পূরক ভাতা প্রদানের সময়সীমা জানাতে হবে। ফাঁকা প্রতিশ্রুতি আর ফাইজলামি চলবে না। এবার যদি দাবিগুলো পূরণ না হয়, তাহলে পরবর্তী আন্দোলন হবে আরও কঠোর। সেই পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা প্রশাসনের থাকবে না।"

বক্তারা জানান, দাবি পূরণে আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চায় শিক্ষার্থীরা। সময়মতো প্রশাসন পদক্ষেপ না নিলে ‘লং মার্চ টু যমুনার’ মতো আন্দোলনের প্রস্তুতির হুঁশিয়ারিও দেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.