কুমিল্লার হোমনায় ৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মোঃ নাজমুল হোসেন (৩০) ও মোঃ সাগর (২৬) নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুর দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃত মো. নাজমুল হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং অপর আটককৃত মোঃ সাগর (২৬) কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ মমতাজ মিয়ার ছেলে।
থানা সুত্রে জানা যায়, পোগন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় নীল রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে ভিতরে থাকা দুজন দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের কে আটক করা হয়।
এ সময় দুজনকে পালিয়ে যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান। তাদের দেওয়া তথ্যমতে গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২ টি পলিথিন প্যাকেট হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নীল রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।