দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক, বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গাজীপুরে সাংবাদিকতা সংক্রান্ত এক সফরে থাকা অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী চামেলী রহমান, একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও সাংবাদিকতা জগতের শিষ্য রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সাঈদুর রহমান রিমনের সাংবাদিকতা জীবনের পরিধি ছিল বিস্তৃত ও প্রজ্ঞাময়। তিনি বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ এবং বাংলানিউজ২৪ডটকমের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ বিভাগের নেতৃত্বেও ছিলেন তিনি।
দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন দৈনিক সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক ইত্তেফাকে। সাংবাদিকতা পেশায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্র্যাব, ডিইউজে ও বিএমএসএফসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনসমূহ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।